নতুন!নিত্য নতুন শীর্ষ শ্রেণীর প্রতিদিন ডিজিটাল কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক ফলো করুন
ভাইরাল

বিশাল লম্বা খেজুর গাছের মাথায় চেপেই গাছ কাটলেন শ্রমিক, তার পর কি হল দেখুন

1 Mins read

ইন্টার নেট এর সংগ্রহ অগাধ, প্রতিদিন কতই না ভিডিও আর কত রকমের বিডিও ভাইরাল হয়ে থাকে। বেশ কিছু ভাইরাল ভিডিও দেখে আমরা যেমন হাসতে বাধ্য হয়, ঠিক তেমনই অনেক ভিডিও দেখে আমরা চিন্তিত হয়ে পড়ি, নানা প্রশ্ন জাগে মনে। সম্প্রতি ভাইরাল হয়েছে তেমনই এক ভিডিও যা দেখে আপনি কিঞ্চিৎ সময়ের জন্য হাসি পেলেও আনেক প্রশ্ন আপনার ও মনে জেগে উঠবে।

বিশাল লম্বা খেজুর গাছের মাথায় চেপেই গাছ কাটলেন শ্রমিক

ভিডিও দেখে দেখে আপনার মনে হতেই পারে গাছ কাটার কাজকে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর তালিকায় রাখা যেতে পারে। চেইনসো ব্যবহার করে খেজুর গাছ কাটার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক গাছের উপরের অংশটি কাটছে। গাছটি লম্বা হওয়ায় সেটি কাটার সময় বেশ ঝুঁকে গিয়েছিল। কিন্তু গাছ কাটার পরে গাছের মাথার দিক হাল্কা হয়ে যাওয়ায় লোকটি গাছের সাথেই দুলতে থাকে।

তবে আপাত দৃষ্টিতে মজার মনে হলেও ভিডিওটি যথেষ্ট ভাবায়ও। গাছ থেকে পড়ে ঐ শ্রমিকের দুর্ঘটনা ঘটতে পারত। যেতে পারত প্রাণও।

ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় 75 লক্ষের মত মানুষ দেখে ফেলেছেন । ভিডিওটি দেখার পরে কিছু নেটিজেন যেমন এই ভিডিওটি দেখে আনন্দ পেয়েছেন। তেমনই ক্ষোভে ফু্ৃঁসছেন বেশ কিছু নেটা নাগরিক । তাদের বক্তব্য এই দুঃসাহসিক কাজ করার জন্য শ্রমিকেরা যথেষ্ট বেতন পায় না এবং জিবনের ঝুকি অনেক বেশী।

ইমেল এ সাবস্ক্রাইব করুন
[mc4wp_form id="17"] আমাদের পোস্ট এর রেগুলার আপডেট পেতে ইমেইল এ সাবস্ক্রাইব করুন

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *