ইভিএম-এ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছেন। অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির এক সমর্থক। বৃহস্পতিবার এমন অদ্ভূত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।
অনেক উৎসাহ নিয়ে হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু ইভিএম-এ হাতি ছাপের বোতাম চাপতে গিয়ে ভুল করে তিনি পদ্ম ছাপের বোতামে চাপ দিয়ে দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট পড়েছে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।
এলাকাবাসী জানিয়েছে, এতে খুবই অনুতপ্ত পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাম হাতের আঙুল কেটে ফেলেন পবন। তবে অনুতাপ, নাকি কোনও চাপে পড়ে তিনি একাজ করেছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।