Site icon সাংঘাতিক

খাসির মাংস খেয়ে ভাইরাসে আক্রান্ত বহরমপুর এর “পার্থ বসু “

সংক্রামিত মাংসের ছবি

বরাবরই খাসির মাংস খেতে ভালো পার্থ বাবু ষকে। তাই গত রবিবার বাজার থেকে খাসির মাংস কেনে আনেন পার্থ বাবু। মাংস দেখে সন্দেহ হওয়ায় তিনি ছবি তুলে কিছু বন্ধু দের এই ছবি টি পাঠান। তারা বলে এটা চর্বি খেয়ে নিতে। ওই দিন নিজেই মাংস রান্না করেন পার্থ বাবু। এবং রান্না সেরে লাঞ্চ করার পর থেকে তার হটাৎ করে মাথায় জন্ত্রনা সর্দি এবং জ্বর দেখা দেয়। তিনি এই সব লক্ষণ দেখে বাড়ির সকল কে ওই মাংস খেতে মানা করেন। আজ তৃতীয় দিনে রক্তের নমুনা পরীক্ষার ফল আসতেই জানা যাচ্ছে তিনি অজানা এক ভাইরাস এ আক্রান্ত।

Exit mobile version