Site icon সাংঘাতিক

২ সপ্তাহ আগে বিয়ে দিয়েছিলেন, সেই পুরোহিতের সঙ্গেই পালালেন কনে

সাম্প্রতিক কালে মধ্য প্রদেশ এ ঘটা একটি ঘটনা ভারতীয় সিনেমার চিত্র নাট্য কেও ফেল করে দেবে । ’সপ্তাহ আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল এক তরুণীর । আর সেই বিয়ে দিয়েছিলেন যে পুরোহিত, তাঁর সঙ্গেই পালালেন কনে, সঙ্গে দেড় লক্ষ টাকার গয়না আর ৩০ হাজার টাকা নগদও নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিরোঞ্জ শহরে। গোটা ঘটনায় মাথায় হাত বর ও পরিবার এর !‌

ওই তরুণী সিরোঞ্জ শহরের টোরি বাগরোড এলাকার বাসিন্দা । পাশেই আসাথ গ্রামে এক মন্দিরে নিয়মিত পুজো করতেন বিনোদ মহারাজ নামে ওই পুরোহিত। এলাকার সব বিয়েও দিতেন তিনি। ৭ মে ওই তরুণীরও বিয়ে দিয়েছিলেন বিনোদ মহারাজ। তখনই নাকি প্রথমবার দেখা হয়েছিল দু’‌জনের। চোখের দোষে সব হলদে।




বিয়ের তিন দিন পর বাপের বাড়িতে এসেছিলেন তরুণী। ২৩ তারিখ তাঁদের পাড়াতেই অন্য এক তরুণীর বিয়ে ছিল। সেই বিয়ে দেওয়ার ভারও পড়েছিল বিনোদ মহারাজের ওপর। কিন্তু লগ্ন শুরু হয়ে যাওয়ার পরেও বিনোদের খোঁজ মেলেনি। তাঁর বাড়িতে গিয়েও কনের বাড়ির লোকজন দেখা পাননি। পরের দিন ওই তরুণীও নিখোঁজ হয়ে যান বাড়ি থেকে। অনেক খুঁজেও তাঁর দেখা মেলেনি। পরে তাঁর পরিবার দেখেন, বাড়ি থেকে গয়না, নগদও উধাও। এর পরই গোটা ঘটনা স্পষ্ট হয়ে যায়।

Exit mobile version