নতুন!নিত্য নতুন শীর্ষ শ্রেণীর প্রতিদিন ডিজিটাল কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক ফলো করুন
ঘটনা

করোনা ঠেকাতে গরম ইস্ত্রিকে হাতিয়ার করলেন ব্যাঙ্ক কর্মী

1 Mins read

সারা বিশ্ব জুড়ে ত্রাসের অপর নাম হয়ে উঠেছে করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত ভারত সরকারের আদেশানুসারে আমরা কার্যত গৃহবন্দি। ২১ দিনব্যাপী এক দীর্ঘ লকডাউনকে দেশে সবাই প্রভাবিত হয়েছে। ইতিমধ্যে স্কুল, কলেজ সমস্ত কিছু ছুটি হয়ে গেছে, অফিসে, আদালত ও নানা সরকারি বেসরকারি কল কারখানা বন্ধ রয়েছে আপাতত ১৪ ই এপ্রিল পর্যন্ত । চালু আছে শুধুমাত্র জরুরি কয়েকটি পরিষেবা যেমন, ব্যাঙ্ক ইত্যাদি খোলা আছে। তাই বাধ্যতামূলকভাবে ব্যাঙ্ক কর্মীদের অফিসে যেতে হচ্ছে।

এখন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটি একটি ব্যাঙ্ক কর্মীর করা একটি অভিনব উদ্যোগ। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যাঙ্ক কর্মী যে টাকা বা চেকগুলো পাচ্ছেন সেই টাকা বা চেকগুলো নেওয়ার পর সেগুলোর ওপর তিনি গরম ইস্ত্রি চালাচ্ছেন সেটিকে করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য।

এই ভাবে আদৌ করোনা ভাইরাস মুক্ত করা যায় কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও এই অভিনব উদ্যোগ ব্যাঙ্ক কর্মীর সচেতন মানসিকতাকে প্রকাশ করা যায়। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা শনিবার এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন।

আনন্দ মাহিন্দ্রা এদিন ঐ ব্যাঙ্ক কর্মীর বুদ্ধির প্রশংসা করে বলেন যে, “হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পেলাম। ক্যাশিয়ারের এই টেকনিকটি ঠিক কতখানি কার্যকরী সেই সম্পর্কে আমাদের কোনো ধারনা নেই। তবে এই ক্রিয়েটিভিটির জন্য আপনাকে প্রশংসা করতেই হবে।”

এটি কোন ব্যাঙ্কের শাখা সে ব্যাপারে ট্যুইট করে কোথাও কিছু উল্লেখিত হয় নি। তবে মাহিন্দ্রার ভিডিয়ো ট্যুইটের জবাব আসে গুজরাতের ব্যাঙ্ক অফ বরোদার থেকে। সেই ব্যাঙ্কের থেকেই ট্যুইটারে আনন্দ মাহিন্দ্রাকে জবাব দেন, “ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখার ভিডিও শেয়ার করে আমাদের এক কর্মীর ক্রিয়েটিভিটির প্রশংসা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।”

Related posts
ঘটনামনোবিজ্ঞান

নেতিবাচক মনোভাবের ১২টি লক্ষণ এবং তা বদলানোর কার্যকর উপায়

1 Mins read
নেতিবাচক মনোভাব শুধু আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে না, এটি আপনার সম্পর্ক, পেশাগত জীবন এবং সামগ্রিক সুখের পথেও বাধা হয়ে দাঁড়ায়। আপনি… Share this:FacebookX
ঘটনা

গর্ভবতী মহিলা মুসলিম হওয়াই প্রসব করাতে অস্বীকার করলেন এক চিকিৎসক, মারা গেল শিশুটি !

1 Mins read
বর্তমানে বিশ্বে কেবল করোনার ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে, প্রতিটি দেশ ও রাজ্যের সরকারগুলি তাদের সর্বস্ব নিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, একইভাবে… Share this:FacebookX
ঘটনা

খাসির মাংস খেয়ে ভাইরাসে আক্রান্ত বহরমপুর এর "পার্থ বসু "

1 Mins read
বরাবরই খাসির মাংস খেতে ভালো পার্থ বাবু ষকে। তাই গত রবিবার বাজার থেকে খাসির মাংস কেনে আনেন পার্থ বাবু। মাংস দেখে সন্দেহ… Share this:FacebookX
ইমেল এ সাবস্ক্রাইব করুন
[mc4wp_form id="17"] আমাদের পোস্ট এর রেগুলার আপডেট পেতে ইমেইল এ সাবস্ক্রাইব করুন

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *